যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বুধবার এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তারা।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এখন আর কোনো ঝুঁকি নেই।
পুলিশ কর্মকর্তারা জানান, গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক; কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ওয়েলস্প্যান ইয়র্ক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এদিকে, এই গুলির ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ।
পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো বলেন, ইয়র্ক কাউন্টি এবং সমগ্র পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের জন্য এটি একটি মর্মান্তিক ও বেদনাদায়ক দিন।
এক বিবৃতিতে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আমাদের প্রার্থনা কর্মকর্তাদের, তাদের পরিবারের এবং ইয়র্ক কাউন্টির সমগ্র সম্প্রদায়ের সঙ্গে আছে।
সূত্র : এবিসি নিউজ
বিডি প্রতিদিন/কেএ