হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত ১টার দিকে মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় সড়কে গাছ ফেলে চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের গতিরোধ করে একদল ডাকাত। ডাকাত দল পরে ট্রাকচালকদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় চুনারুঘাট, মাধবপুর ও তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের সদস্যরা। তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।
চুনারুঘাট থানার ওসি নূর আলম জানান, ‘পুলিশের উপস্থিাতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ তিনি বলেন, ‘ডাকাত দল সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থালে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’ ওসি আরও বলেন, ‘ঘটনাস্থাল মাধবপুর থানাধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থাা নেবেন।’