ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান শত শত মানুষ। পর্যাপ্ত মাছ না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইলিশ ফেলে স্থান ত্যাগ করেন রায়হান জামিল। রায়হান জামিল বলেন, মানুষের উপকারের জন্যই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।