লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়ায় অবিনাশ নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন শিঙিমারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মনসুর রহমান। তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান করা হলে বিএসএফ জানায়, ওই যুবককে ভারতীয় আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলার বাড়াইপাড়া গ্রামের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে। আটক অবিনাশ পেশায় রংমিস্ত্রি। তিনি ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, গরুর ঘাস সংগ্রহ করার জন্য সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা অবিনাশকে আটক করে নিয়ে যায়। ওসি মাহমুদুন্নবী বলেন, অবিনাশকে ফেরানোর জন্য বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে।