গাজীপুরের কালিয়াকৈরে কলেজছাত্র আবুল কালাম আজাদ (২৬) খুনে জড়িত অভিযোগে কিশোর গ্যাং লিডার মো. আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৬) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-১ ও র্যাব-১৪-এর অভিযানে তাদের টাঙ্গাইলের বাসাইল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আকাশ ওরফে পিচ্চি আকাশ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর থানার উলুসরাতে ভাড়া বাসায় থেকে এলাকায় কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন অপরাধমূলক কাজ করত। তার সহযোগীর নাম মো. সৌরভ (২১)। আবুল কালাম আজাদ টাঙ্গাইল মসদই গ্রামের মৃত কাশেম লস্করের ছেলে। র্যাব-১, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল গতকাল এ তথ্য জানান।