বগুড়া শহরের সাতমাথায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নতুন করে মেরামত করা কার্যালয় ভেঙে ফেলে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা করা হয়।
জানা গেছে, ২৪ এর ৭ ফেব্রুয়ারি শহরের সাতমাথায় আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই জাপার কার্যালয়টি অরক্ষিত অবস্থায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয়। নতুন করে ইটের গাঁথুনি দেওয়া হয়। কিন্তু রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েক দুর্বৃত্ত সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, এ ঘটনায় দলটির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।