ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি খালাতো ভাইকে দেখতে এসে নয়ন মণ্ডল নামে এক দর্শনার্থী গাঁজাসহ আটক হয়েছেন। নয়ন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বরের রতন মণ্ডলের ছেলে। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম আহমেদকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আকতার হোসেন বলেন, ‘গাঁজাসহ একজনকে কারা কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’