বলিউড বাদশাহ শাহরুখ খান তার ভক্তদের উদ্দেশে বললেন, ‘পপকর্ন প্রস্তুুতি রাখো, আমি শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি।’ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। গত তিন দশকের কঠোর পরিশ্রমের ফল। এবার জাতীয় পুরস্কার এলো শাহর“খ খানের ঝুলিতে। শুক্রবার সন্ধ্যা থেকেই আসমুদ্রহিমাচলের বাদশাহ অনুরাগীরা উচ্ছ্বসিত। কারণ বিগত তিন দশক ধরে বলিউডের উত্থান-পতনের সাক্ষী থাকা, অতিমারী উত্তর-পর্বে একা লড়ে বক্স অফিসের গ্রাফ ঊর্ধ্বমুখী করা মানুষটির হাতে অবশেষে জাতীয় স্বীকৃতি এলো। অতঃপর অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। আর জাতীয় পুরস্কার পেয়েই এই সম্মান ভক্তদের উৎসর্গ করলেন কিং খান। শুক্রবার সেই সুখবর এলো, যা বাদশাহর ফিল্মি ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন হয়ে রইল। যদিও ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’ থেকে ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক ছবিতে ছক ভেঙে ধরা দিয়েছিলেন কিং, তবে শেষমেশ ‘জওয়ান’ সিনেমার জন্যই জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি। যে ছবি ঘুণ ধরা সিস্টেমের খোলনলচে বদলে দেওয়ার দাবি রেখেছে। সিনেমার মাধ্যমেই দর্শকদের বিবেচনা করে ভোট দেওয়ার পাঠ দিয়েছে। আদ্যোপান্ত কমার্শিয়াল মোড়কের সিনেমা হলেও জওয়ান কিন্তু রাজনৈতিক শিবিরেও তোলপাড় ফেলে দিয়েছিল। আর সেই ছবি বাদশাহকে এনে দিল জাতীয় পুরস্কার। একটি ভিডিও শেয়ার করে শাহর“খের মন্তব্য, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি সদস্য, চেয়ারম্যান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।’ সেই ভিডিওতেই ভক্তদের উদ্দেশে রসিকতা করে কিং খানকে বলতে শোনা যায়, ‘আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই কিন্তু আমি তো খানিক অসুস্থা। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্র¯‘ত রাখো, আমি শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি এবং পথেঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। তাই ততক্ষণ পর্যন্ত, কেবল এক হাতেই উদযাপন হোক।’ সেই ভিডিওতে ‘জওয়ান’ টিমকে ধন্যবাদ জানাতেও ভুললেন না বাদশাহ। তাঁর সংযোজন, ‘রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং ওর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে জওয়ান ছবিতে সুযোগ দেওয়ার জন্য। আমার টিমের প্রত্যেককেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করার জন্য। আমাকে যেন ভালো দেখায়, সেটার প্রতি ওদের আমার থেকেও বেশি নজর থাকে।’ শাহর“খ খান যে আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’, জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার পর আবারও তার প্রমাণ দিলেন। বলিউড সুপারস্টারের মন্তব্য, ‘আমার স্ত্রী, সন্তানরা জানে সিনেমার প্রতি আমার প্যাশনের জন্যই আমি ওদের থেকে অনেক সময়ে দূরে থাকি। কিন্তু কোনোরকম অভিযোগ না করে সবটা হাসিমুখেই মেনে নেয় এবং সর্বোপরি আমার ভক্তদের ধন্যবাদ। আপনাদের আনন্দাশ্রু এই পুরস্কারটি আপনার জন্য। জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটা আমায় মনে করিয়ে দেওয়া যে আমি যেটা করি, সেটা গুর“ত্বপূর্ণ। এই সম্মান আমায় বোঝায়, কঠিন পরিশ্রম করে যাও, নতুন কিছু করতে থাক আর সিনেমায় নিজের অবদান রেখে এগিয়ে যাও। কোলাহলে ভরা পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে আশীর্বাদ। কথা দিচ্ছি, এই পুরস্কার আমার কাজের পরিধি নয়, বরং আমাকে আরও কাজ করতে উৎসাহ জোগাল। আমায় মনে করিয়ে দিল, অভিনয় শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব। পর্দায় সত্যিটাকে তুলে ধরার দায়িত্ব। সবার ভালোবাসার কাছে আমি নতশির। এই সম্মানের জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ।’
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা
জাতীয় সম্মানে সমৃদ্ধ অর্জনের ঝুলি
পপকর্ন প্রস্তুুতি রাখো, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি : শাহরুখ খান
শোবিজ ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর