বোদা উপজেলায় এক কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলজিইডির এক কর্মচারীকে মারধর করেছেন স্থানীয়রা। গতকাল দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনি সবার সামনে অনিয়মের অভিযোগ অস্বীকার করলে বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে এবং মারধর করে। পরে তিনি পাশের একটি ধানখেতে আশ্রয় নিয়ে রক্ষা পান।
ময়দানদীঘি ইউপির সদস্য বেলাল হোসেন বলেন, ‘এই সড়কের কাজ নিয়ে বহুদিন ধরেই অভিযোগ আছে। কাজের মান খুবই খারাপ।’ গণপিটুনির শিকার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি অফিসের নির্দেশে কাজ দেখতে গিয়েছিলাম। স্থানীয়রা কাজ বন্ধ করে রেখেছিল। আমি বলি যে অনিয়ম হয়নি, তখনই উত্তেজিত হয়ে আমাকে মারধর করে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের প্রতিনিধি মিজানুর ইসলাম বলেন, ‘এই প্রকল্পটির আমি সাব-ঠিকাদা। বিস্তারিত তথ্য এখন মনে নেই।’