বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি একটি আবেগঘন স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। নিজের ছেলে রোরি গেটসের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র ঘোরার পুরোনো অভিজ্ঞতা শেয়ার করে গেটস জানালেন, বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি দেখা এবং প্রক্রিয়া বোঝাই ছিল তাদের আনন্দের বড় উৎস।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেওয়া পোস্টে গেটস লেখেন, 'আমার ছেলে এবং আমি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে খুব ভালোবাসতাম। আমরা সবসময় যন্ত্রপাতি দেখা এবং কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তা দেখে খুব মজা পেতাম।'
তিনি আরও বলেন, সম্প্রতি পরিদর্শন করা ক্যাপ স্টেশন তাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই পুরোনো দিনের অনুভূতিতে। উল্লেখযোগ্য যে, ক্যাপ স্টেশন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ভূ-তাপীয় (Geothermal) বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। এটি থেকে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পোস্টের সঙ্গে বিল গেটস ক্যাপ স্টেশনের ভেতরে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে সুরক্ষা হেলমেট পরে যন্ত্রপাতি ঘুরে দেখার সময় দেখা গেছে। ছবিগুলোর নিচে অসংখ্য মন্তব্য ও শেয়ার দেখা গেছে, যেখানে অনেকেই তার পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি আগ্রহ এবং পারিবারিক স্মৃতিচারণকে সাধুবাদ জানিয়েছেন।
বর্তমানে বিল গেটস জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী সক্রিয় ভূমিকা রাখছেন। এই পরিদর্শনকৃত ক্যাপ স্টেশন প্রকল্পটিও তার সেই উদ্যোগেরই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভূ-তাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি হলো পৃথিবীর অভ্যন্তরের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য পদ্ধতি, যা বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা