বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের মহাজাগতিক দৃশ্য। কেউ দেখছেন আংশিক গ্রহণ, কেউ আবার উপভোগ করছেন রক্তিম ‘ব্লাড মুন’। এই মহামূল্যবান মুহূর্তে বিশ্বের নানা প্রান্তের মানুষ চেয়ে আছেন আকাশের দিকে।
চীনে এরইমধ্যে শুরু হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। চাঁদের গায়ে ছায়া পড়তে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। মধ্যপ্রাচ্যের আকাশেও দেখা গেছে পরিবর্তন—দুবাইয়ে চাঁদ ধারণ করেছে লালচে ‘ব্লাড মুন’ রূপ।
বাংলাদেশে এই বিরল দৃশ্যটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে। তখন শুরু হবে চন্দ্রগ্রহণের স্পষ্ট পর্যায়।
চলুন এক নজরে দেখে নিই—
বাংলাদেশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন এবং উপচ্ছায়া গ্রহণ-এর সম্ভাব্য সময়সূচি ও ধাপগুলো:
১। ভাদ্রী পূর্ণিমা শুরু-শনিবার (৬সেপ্টেম্বর) ১টা ৩৬ মিনিট।
২। ভাদ্রী পূর্ণিমা শেষ- রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিট।
৩। উপচ্ছায়া গ্রহণ আরম্ভ- ৮টা ৫৭ মিনিট
৪। চন্দ্রগ্রহণ আরম্ভ- ৯টা ২৭ মিনিট।
৫। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ- ১১টা ৩০ মিনিট
৬। ব্লাড মুন- চাঁদ সবচেয়ে বেশি রক্তিম লাল বা তামাটে হয়ে উঠেবে ১২টা ১১মিনিটে।
৭। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ- ১২টা ৫২মিনিট
৮। উপচ্ছায়া গ্রহণ শেষ- ২টা ৫৭ মিনিট
বিডি প্রতিদিন/মুসা