ফেনীর মোটবী ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরন বিবি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
নিহত যুবকের নাম মুনসুর আহমেদ বাহার (৩৮)। তিনি কাদিরপুর ইউনিয়নের মুন্সী বাড়ির বাসিন্দা ছিলেন এবং একজন বুদ্ধি প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্বজনরা।
মানববন্ধনে অংশ নিয়ে নিহতের বড় ভাই জাফর আহমেদ অভিযোগ করেন, তার ভাই ফেনীর কাশিমপুরে ‘স্টার লাইন’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে চোর সন্দেহে ফেনীর মোটবী ইউনিয়নের স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তিনি এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন এবং বলেন, ঘটনার পরও পুলিশ অন্য আসামিদের গ্রেফতারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন, জান্না মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হালিমসহ অনেকে। বক্তারা বলেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা অত্যন্ত নৃশংস ও অমানবিক। তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ