চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মাত্র ১৮ বছর ৩৩ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুরুর একাদশে জায়গা করে নিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তির গড়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ফরাসি ক্লাব মার্শেইর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। তবে জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ মাস্তানতুয়োনো।
এই ম্যাচে একাদশে নাম লেখানোর মাধ্যমে তিনি ভেঙে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিকের রেকর্ড। গত মৌসুমে মাত্র ১৮ বছর ৭৩ দিন বয়সে রিয়ালের হয়ে শুরুর একাদশে খেলেছিলেন এন্ড্রিক, তিনি সে সময় ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেজের পুরনো রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
এদিনের আরেকটি মাইলফলক স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ দলটি। মার্শেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ২০০তম জয় তুলে নিয়েছে তারা। ম্যাচে রিয়ালের পক্ষে দুইটি গোলই এসেছে পেনাল্টি থেকে, করেন কিলিয়ান এমবাপ্পে।
বিডি প্রতিদিন/মুসা