উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে এক রোমাঞ্চকর লড়াইয়ে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নায়ক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, দুটি পেনাল্টি থেকে গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
প্রথমে অবশ্য পিছিয়ে পড়েছিল ১৫ বারের ইউরোপসেরা রিয়াল। ম্যাচের ২২তম মিনিটে রিয়াল মিডফিল্ডার আর্দা গুলেরের ভুল পাস কেটে নিয়ে মার্শেইয়ের ফরোয়ার্ড টিমোথি উইয়া দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে নেন।
তবে ব্যবধান বেশিক্ষণ টেকেনি। ২৯তম মিনিটে রদ্রিগোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মার্শেইয়ের জিওফ্রি কন্ডোগবিয়া। সেখান থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধে রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুলি। তার একাধিক দুর্দান্ত সেভে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে নাটকীয় মোড়। ৭২তম মিনিটে গোলরক্ষক রুলির সঙ্গে সংঘর্ষে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ডিফেন্ডার দানি কার্ভাহাল। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
তবু পিছিয়ে যায়নি স্বাগতিকরা। ৮৭তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত দৌড়ের পর তার পাসে বল প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে আবারও পেনাল্টি পায় রিয়াল। স্নায়ুচাপ সামলে আবারও গোল করেন এমবাপ্পে, যা নিশ্চিত করে রিয়ালের ২-১ ব্যবধানের জয়।
ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে বলেন,'১০ জন নিয়ে খেলাটা সহজ ছিল না। কিন্তু আমরা বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের আসল স্পিরিট দেখিয়েছি। এখানে আমরা যে কারো বিপক্ষে জিততে পারি। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।'
বিডি প্রতিদিন/মুসা