এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবিতে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে টাইগাররা। তবে ব্যাটিংয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও, বল হাতে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সই ম্যাচ ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। ইনিংসের শুরুটা করেন ওপেনার তানজিদ তামিম, তিনি ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে সাইফ হাসান ৩০ রান করে মূল্যবান জুটি গড়েন। এরপর তাওহীদ হৃদয় ২৬ রান এবং ইনিংসের শেষদিকে জাকের আলী ও নুরুল হাসান সোহান অপরাজিত থেকে যথাক্রমে ১২* করে রান যোগ করেন।
তবে ব্যাটিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে তিনি বলেন, “জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিমও (তানজিদ) দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতে চাপে থাকলেও শেষ দিকে রশিদ খান (১১ বলে ২০) ও আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) হুমকি তৈরি করেন। তবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত পেস বোলিং এবং বিশেষ করে স্পিনার নাসুম আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি বাংলাদেশের পক্ষে ঝুঁকে পড়ে।
শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ১৪৬ রানে, আর বাংলাদেশ জয় পায় ৮ রানে।
এই জয়ের ফলে সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। তবে তাদের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে গ্রুপের অন্য ম্যাচ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ফলাফলের ওপর।
বিডি প্রতিদিন/মুসা