রংপুরের কবিদের সংগঠন ‘কতিপয় কবিতা কর্মীর’ উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হলো জমজমাট এক কবিতা উৎসব। এতে সভাপতিত্ব করেন সাহিত্যপত্র অঞ্জলিকা সম্পাদক, কবি দিলরুবা শাহাদাৎ।
বিশেষ অতিথি ছিলেন লেখক খন্দকার মাহবুবার রহমান, কবি হাই হাফিজ, লেখক রানা মাসুদ, কবি তৌহিদা খাতুন ও আবৃত্তিকার রেজিনা আফরিন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন কতিপয় কবিতা কর্মীর আহ্বায়ক, কবি সাংবাদিক মাহবুবুল ইসলাম।
উৎসবে স্বরচিত ছড়া ও কবিতা পাঠে অংশ নেন বাদল রহমান, জোসেফ আখতার, হাই হাফিজ, খন্দকার মাহফুজার রহমান, রানা মাসুদ, রেজিনা আফরিন, জাকির আহমেদ, দিলীপ রায়, শাহ আলম, জুয়েল আহমেদ রাহুল, নূর ই ইলাহী, মৌরী আক্তার, আয়েশা সিদ্দিকা, সেলিনা ছাত্তার শেলী, ধ্রুবক রাজ, শরিফ সুমন,মেহেদী মাসুদ, সুফি জাহিদ হোসেন, জরিফা সুলতানা, সাহিদা মিল্কি, সেবু মোস্তাফিজ, তৌহিদা খাতুন, ওবায়দুল মজিদ, আবু সাঈদ সুমন, মো. লুৎফর রহমান, মমিনুল শফিক, এম ই এইচ নূর, আব্দুল কুদ্দুস, মুসাকা আক্তার বানু, আহসান হাবীব, দীপশিখা, তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, নুরুন্নাহার বেগম প্রমুখ।
উৎসবে গান শোনান রওশন আরা সেহেলি, নীলরতন সরকার, নাহিদা ইয়াসমিন, সেবু মুস্তাফিজ ও সুফি জাহিদ হোসেন।
বিডি প্রতিদিন/এমআই