ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আফসার শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে তার আপন ভাগ্নে ও তাদের আত্মীয়রা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আফসার শেখকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।
নিহতের ছোট ছেলে মেহেদী শেখ জানান, তার বাবা আফসার শেখকে প্রতিবেশি ও আপন বোনের ছেলে নজরুল কাজী এবং তার সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সেতু আক্তার অভিযোগ করেন, হত্যাকাণ্ডে নজরুল কাজী, জহির কাজী, আবীর কাজী এবং তাদের আত্মীয় ইয়ান ফকির ও হাসেন ফকির জড়িত। তিনি হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. রিফাত জানান, আফসার শেখের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার মূল কারণ ছিল আফসার শেখের আপন ভাগ্নেদের সঙ্গে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ।
বিডি প্রতিদিন/হিমেল