ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস কার্যক্রম এবং ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় এবং ট্রাকচালকরা কাজ বন্ধ রাখায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ওপারের শ্রমিক সংগঠনগুলো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্য শুরু হবে বলে তিনি জানান।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বকর্মা পূজার কারণে আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে ভারতীয় খালি ট্রাকগুলো ফেরত যেতে পারবে। বৃহস্পতিবার থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/হিমেল