মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে ররির সঙ্গে কাটানো একটি পুরোনো স্মৃতির কথা উল্লেখ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার ছেলে এবং আমি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে খুব ভালোবাসতাম। আমরা সবসময় বিশাল যন্ত্রপাতি দেখা এবং কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তা শিখে মজা পেতাম। পুরোনো সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে গেটস বলেন, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে নির্মাণাধীন কেপ স্টেশন প্রকল্প তার সেই অনুভূতিকে আবারও জাগিয়ে তুলেছে। পোস্টের সঙ্গে তিনি কেপ স্টেশনের ভেতরের কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে সুরক্ষা হেলমেট পরে তাকে প্রকল্প এলাকা ঘুরে দেখতে দেখা যায়।
কেপ স্টেশন বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় ভূ-তাপীয় বিদ্যুৎ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। প্রকল্পটি পরিচালনা করছে এনার্জি কোম্পানি Fervo Energy। এখানে আধুনিক খনন প্রযুক্তি বা হরিজন্টাল ড্রিলিং ব্যবহার করে প্রায় ১৫ হাজার ফুট গভীর থেকে তাপ আহরণ করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গেটসের ভাষায়, প্রচলিত ভূ-তাপ কেন্দ্র যেখানে সীমিত এলাকায় কার্যকর, সেখানে এই নতুন প্রযুক্তির মাধ্যমে আরও বেশি অঞ্চল থেকে শক্তি পাওয়া সম্ভব হবে।
বিল গেটস তার ব্যক্তিগত ব্লগ Gates Notes-এ লেখেন, ভূ-তাপ শক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদনের মাত্র এক শতাংশেরও কম অংশ জোগান দেয়। তবে উন্নত খনন প্রযুক্তি ও ক্লোজড লুপ সিস্টেম চালু হলে এই খাতের সম্ভাবনা বহুগুণ বাড়বে। নতুন এই পদ্ধতিতে ব্যবহৃত পানি পুনরায় ভূগর্ভে ফেরত যাবে, ফলে পানি অপচয় ও পরিবেশের ক্ষতি হবে না।
প্রকল্পটির প্রথম ধাপে ২০২৬ সালের মধ্যে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। পরবর্তী ধাপে এর ক্ষমতা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গেটসের আশা, ভবিষ্যতে ভূ-তাপ শক্তি বিশ্বের নির্ভরযোগ্য ও সাশ্রয়ী নবায়নযোগ্য শক্তি উৎসে পরিণত হবে।
তার এই ফেসবুক পোস্ট এবং ব্লগ দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করেছেন যে, বিশ্বের অন্যতম ধনী মানুষ হয়েও বিল গেটস কেবল প্রযুক্তি নয়, বরং টেকসই শক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরাসরি মাঠপর্যায়ে আগ্রহ দেখাচ্ছেন। গেটস নিজেও উল্লেখ করেছেন, বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখা তার কাছে কখনো শুধু প্রযুক্তি দেখার বিষয় ছিল না; বরং এটি ছিল নতুন প্রজন্মকে শেখানোর একটি সুযোগ এবং ভবিষ্যতের জন্য সঠিক শক্তি উৎস বেছে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক যাত্রা।
তথ্য সূত্র- গেটস নোটস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ