কলকাতায় পুরাতন মোবাইল কিনে বিপাকে পড়েছেন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ মাহমুদুল হাসান। সস্তায় মোবাইল পেতে তিনি ‘ওএলএক্স’ সাইট থেকে দুটি ফোন কিনেছিলেন। পরে জানা যায়, ফোন দুটি একটি লুটপাটের ঘটনায় চুরি যাওয়া পণ্য। সেই সূত্র ধরে তদন্তে নেমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ শুক্রবার রাতে নিউমার্কেট এলাকার একটি গেস্ট হাউস থেকে তাকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে, ‘বেঙ্গলি ম্যাট্রিমনি’ সাইটে পরিচয়ের সূত্রে সুদীপ বোস নামে এক ব্যক্তিকে দেখা করতে ডেকে আনে রমা কুমারী নামে এক নারী। গেস্ট হাউসে চায়ের সঙ্গে মাদক খাইয়ে সুদীপের মোবাইল ও টাকা লুট করে পালিয়ে যান রমা। মামলার তদন্তে রমা কুমারীকেও গ্রেপ্তার করা হয়। তার জবানবন্দিতে উঠে আসে মোবাইল ফোন বিক্রির বিষয়টি, যার সূত্র ধরে ধরা পড়েন মাহমুদুল। তবে মাহমুদুল দাবি করেন, তিনি কলকাতায় চিকিৎসার কাজে এসেছিলেন এবং ফোনগুলো নিজের ব্যবহারের জন্য কিনেছিলেন। রমা কুমারীর সঙ্গেও তার কোনো পূর্বপরিচয় ছিল না বলে জানান। এদিকে রমাও দাবি করেছেন এটি তার প্রথম অপরাধ। দুজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখছে পুলিশ।
মোবাইল পাচার চক্রটি কত দিন ধরে সক্রিয় এবং এগুলো কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।