রাজবাড়ীর পাংশায় মাঠে কাজ করতে গেয়ে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন পাংশা উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) ও একই গ্রামের আরিফ শেখের ছেলে তামিম (১৩)। তামিম পড়ালেখার পাশাপাশি মাঠে কৃষিকাজ করতেন।
জানা যায়, বিকালে মাঠে পাট জাগ দিতে যায় আনোযারা বেগম , তামিম সহ বেশ কয়েকজন কৃষক। সন্ধ্যা ৬টার দিকে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আনোয়ার ও তামিমসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার ও তামিমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, বিকালে আমার ইউনিয়নের বেশ কয়েকজন কাচারিপাড়ার মাঠের মধ্যে কাজ করতে যায়। সন্ধ্যায় বজ্রপাতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে আয়োনারা ও তামিম মারা গেছেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে আহত অবস্থায় ৫জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে আনোয়ার ও তামিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আনোয়ারা ও তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম