দুর্নীতির অভিযোগের পর ফেরার হয়ে গেছেন ভারতের রিলায়েন্স গোষ্ঠীর মালিক ও বহুল আলোচিত শিল্পপতি অনিল আম্বানি। এরই মধ্যে তার বিরুদ্ধে ভারতের অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি দমন বিভাগ (এনফোর্সমেন্ট বা ইডি) খুঁজে বের করার (লুক আউট) নোটিস জারি করেছে। একই সঙ্গে ইডির নয়াদিল্লির সদর দপ্তর তাকে আগামী ৫ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নোটিস জারি করেছে। অনিল আম্বানির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল আম্বানিদের ভুবনেশ্বরের তিনটি এবং কলকাতার একটি দপ্তরে তল্লাশি চালিয়েছে ইডি। তারা ৬৮ কোটি রুপির এক জাল ব্যাংক গ্যারান্টির প্রমাণ উদ্ধার করে। এক ভুয়া কোম্পানির নামে এই ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়। অন্য একটি সৌরবিদ্যুৎ কোম্পানির নামে এ জাল নথি দেওয়া হয়েছিল। ভুবনেশ্বরের ওই ঠিকানায় আদতে কোম্পানিটির কোনো অফিস নেই। দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। তবে আম্বানি গোষ্ঠী থেকে বিবৃতি দিয়ে বলেছে তারা ষড়যন্ত্রের শিকার।
এদিকে কংগ্রেস মুখপাত্র মানিকরাম তাগোরে বলেছেন, ২০১৮ সালেই রাহুল গান্ধী এই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এখন সত্য প্রমাণিত হলো। এই আম্বানির কোম্পানিকে রাফায়েল বিমানের উপকরণ তৈরির বরাত দেওয়া ছিল রাষ্ট্রীয় কোম্পানিকে বঞ্চিত করে। কংগ্রেস প্রশ্ন তুলেছে এবার মোদিকেই জবাব দিতে হবে।