‘জওয়ান’ সিনেমার জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা পেলেও এবারই প্রথম জাতীয় পুরস্কার অর্জন করলেন তিনি।
৭১তম জাতীয় চলচ্চিত্র উৎসবের ঘোষণা আসার পর শাহরুখ এক ভিডিও বার্তায় ভারত সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লিখেছেন— ‘অভিনন্দন লিজেন্ড’ এবং সঙ্গে দিয়েছেন ফুলের ইমোজি।
এছাড়া ‘জওয়ান’-এ শাহরুখের ‘মা’ চরিত্রে অভিনয় করা ঋদ্ধি সেন পোস্টে লিখেছেন— “সবচেয়ে ভালো খবর, সবচেয়ে ভালো ছবি। অভিনন্দন তোমাকে, অ্যাটলি এবং পুরো টিমকে অনেক ভালোবাসা।”
বিডি প্রতিদিন/আশিক