পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১তম (এইচএসসি) ও ২৩তম (ডিপ্লোমা) ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৩তম (এইচএসসি) ও ১৫তম (ডিপ্লোমা) ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এবং রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হারুন অর রশিদ, আজমিরা খানম, মো. ফারহান সাদিক সিফাত, তৌহিদুল ইসলাম শাকিল, রেজওয়ানুল ইসলাম ও নাবিল আহম্মেদ। নবীনদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র নবীনদের উদ্দেশে বলেন, “স্বপ্ন বড় করে দেখতে হবে। অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে সেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।”
বিডি প্রতিদিন/আশিক