রংপুরের বদরগঞ্জে মুরতুজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বদরগঞ্জ-তারাগঞ্জ সীমান্তবর্তী এলাকার চিকলী নদীর ধারে লিচুবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশের গলায় রশি বাধা ছিল বলে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত বৃদ্ধা বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর তেলিপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, আমরা প্রাথমিক ধারনা করছি তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। এক পর্যায়ে রশি ছিড়ে লাশ মাটিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরে জানতে পারলাম ওই ঘটনাস্থলটি তারাগঞ্জের সয়ার ইউনিয়নে পড়েছে। তাই লাশ উদ্ধার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেছি।
বিডি প্রতিদিন/এএম