কুষ্টিয়া ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে (৩৫) বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার সময় উপজেলার চাঁদগ্রাম চাঁদগ্রাম ইউনিয়নে ২নম্বর ওয়াডে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বিপ্লব সরদার (৩৫) ২ নং ওয়ার্ড চাঁদগ্রামের হাবিল সদ্দারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শনিবার সকালে বিপ্লব সরদার (৩৫) পাওয়ার টিলার দিযে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বিকালে বাড়িতে আসছিল। বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিরে পাওয়ার টিলারের সঙ্গে পেচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন (৫৫) ছুটে আসে। ছেলেকে মা বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্ঠের মা ও ছেলের মৃত্যুর সংবাদ শুনে এলাকার আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মায়ের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম