রাঙামাটি জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। রাঙামাটি জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আহ্বায়ক মো. শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী বাবর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
বিডি প্রতিদিন/আশিক