দিনাজপুরের পার্বতীপুরে জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলা অবস্থায় ২৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানকালে জুয়া খেলা থেকে ৯ হাজার ৮শ' টাকা জব্দ করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা করেন যৌথবাহিনী।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সাথে সাথে দন্ডিত আসামীদের কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়া খেলার সময় ২৩ জুয়ারু আটক করা হয়। পরে শনিবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম