ইউক্রেন ও শুল্ক নিয়ে রাশিয়ার একজন কর্মকর্তার সঙ্গে অনলাইনে তীব্র বাগ্যুদ্ধের পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এতে নতুন করে উত্তেজনার তৈরি হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, ট্রাম্প ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন।
হঠাৎ ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে সেই বাগ্যুদ্ধকে পরমাণু শক্তির মতো খুবই গুরুতর ও সংবেদনশীল বিষয়ের দিকে নিয়ে যান, যা সাধারণত প্রকাশ্যে আসে না। ট্রাম্প তার সামাজিক মাধ্যম্যের পোস্টে বলেন, ‘অত্যন্ত উসকানিমূলক মন্তব্যের’ কারণে তিনি ‘দুটি পারমাণবিক সাবমেরিন সংশ্লিষ্ট এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যাতে এসব নির্বোধ ও উসকানিমূলক মন্তব্য কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে।’ ৭৯ বছর বয়সি এই রিপাবলিকান নেতা আরও লেখেন, ‘কথার গুরুত্ব অনেক। ভুল বোঝাবুঝি বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। আশা করি, এবার সেটি হবে না।’ তবে ট্রাম্প তার পোস্টে সাবমেরিন দুটি পরমাণু অস্ত্রে সজ্জিত কি না, কিংবা এগুলোর অবস্থান কোথায় তার উল্লেখ করেননি। কিন্তু শুক্রবার রাতে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সাবমেরিন দুটি এখন রাশিয়ার কাছাকাছি আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। তাই আমি ওই এলাকায় দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি। আমি শুধু নিশ্চিত হতে চাই যে, তার (মেদভেদেভ) কথাগুলো কেবলই কথা, এর চেয়ে বেশি কিছু নয়।’ ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ এর ব্যাপক উৎপাদন শুরু করেছে। এ বছরের শেষ নাগাদ এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পাশের দেশ বেলারুশে মোতায়েন করা হতে পারে। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। এই পরমাণু শক্তি প্রদর্শনের পেছনে আরও কারণ আছে। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। তা না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে সেই হুমকি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলা চলছে পুরো দমে। শুক্রবার প্রকাশিত এএফপির বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসে রাশিয়া ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। জুন মাস থেকে রাশিয়ার হামলায় শত শত ইউক্রেনীয় সাধারণ নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৩১ জন নিহত হন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। পুতিন বারবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার তিনি বলেন, তিনি শান্তি চান, তবে প্রায় সাড়ে তিন বছরের এই আক্রমণ শেষ করতে হলে ইউক্রেনকে তার শর্তগুলো মেনে নিতে হবে। এ বিষয়ে তার অবস্থান ‘অনড়’ থাকবে। তার শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগদানের স্বপ্ন বাদ দিতে হবে। বিশ্বের বেশির ভাগ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। -এএফপি
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং বছরের শেষ নাগাদ তা সম্পন্ন হবে। বিশ্বের বেশির ভাগ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্র ‘পারমাণবিক ত্রয়ী’ (ভূমি, সমুদ্র এবং আকাশ) অস্ত্র ব্যবহার করে। এরই অংশ হিসেবে, তারা সবসময় পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন সমুদ্রে টহলে রাখে।