রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের আয়োজনে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও ‘মাদার্স অফ জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোছা. সেলোয়ারা বেগম, জুলাইযোদ্ধা ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, হানিফ খান সজীব, হামীম মুনতাসির অহন, জুলাই শহীদের মা মিলা, কানিজ ফাতেমা, জাহানারা বেগম, নাসিমা বেগম, হাবিবা সুলতানা, আঙ্গুরা বেগম প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, শহীদ জননীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেছেন। আমরা অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ চিত্তে বলতে চাই, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সকল অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। শেষে ‘মাদার অব জুলাই’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল