কুমিল্লায় বিরল এক অস্ত্রোপচারে পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন করেছেন স্থানীয় চিকিৎসকরা। ঘটনাটি নগরীতে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। সৌদি প্রবাসী গাড়িচালক আশরাফুল আলমের পায়ের আঙুল এনে বাম হাতে প্রতিস্থাপন করেন তারা।
জানা গেছে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাম হাতের বৃদ্ধাঙ্গুলি হারিয়ে ফেলেন আশরাফুল। এতে গাড়ি চালানো অক্ষম হয়ে তিনি গাজীপুরের কাপাসিয়ার বাড়িতে ফিরে আসেন। কুমিল্লা নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে চিকিৎসক কামরুল ইসলাম মামুনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তার বাম পায়ের দ্বিতীয় আঙুল এনে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির স্থানে প্রতিস্থাপন করেন।
চিকিৎসক কামরুল ইসলাম মামুন জানান, প্রায় সাত ঘণ্টার টানা অস্ত্রোপচারে তারা সফল হন। “রোগীর সঙ্গে আগে কথা বলে ৫০ শতাংশ নিশ্চয়তার কথা জানানো হয়েছিল। অস্ত্রোপচারের পর ইতোমধ্যে নার্ভ সচল হয়েছে,” বলেন তিনি।
সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ বলেন, গত সপ্তাহে বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোর পর এবার পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন সফল হলো। এটি কুমিল্লাসহ সারাদেশের চিকিৎসা সেবায় এক অনন্য উদাহরণ।
আশরাফুল আলম বলেন, “আমার জীবিকার একমাত্র উপায় গাড়ি চালানো। আঙুল না থাকায় সেটা করতে পারছিলাম না। এখন সুস্থ হলে আবার গাড়ি চালাতে পারব।”
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, “জেলা শহরে এত জটিল অস্ত্রোপচার চিকিৎসা সেবায় নতুন মাইলফলক হতে পারে। এতে বিদেশে উচ্চ ব্যয় না করেই দেশে চিকিৎসা সম্ভব হবে।”
বিডি প্রতিদিন/আশিক