হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দারুণ জয় পেয়েছিল ইংল্যান্ড। এখন প্রশ্ন, সিরিজের শেষটাও কি একইভাবে রাঙাতে পারবে বেন স্টোকসের দল?
ওভালে সিরিজের শেষ টেস্টে জিততে হলে ইংল্যান্ডকে এবার আরও বড় লক্ষ্য ৩৭৪ রান তাড়া করতে হবে। যা হলে গড়তে হবে নতুন ইতিহাস। এই মাঠে চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করে জয় পাওয়ার নজির নেই। ইংলিশরা দিন শেষ করেছে ১ উইকেটে ৫০ রান নিয়ে। উইকেটে আছেন বেন ডাকেট, অপরাজিত ৩৪ রানে।
এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩৯৬ রানে। প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থেকেও ভারত লিড নেয় ৩৭৩ রানের। এর ফলে ইংল্যান্ডের সামনে দাঁড়িয়েছে বিশাল লক্ষ্য।
দক্ষিণ লন্ডনের ঐতিহাসিক এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি গড়ে উঠেছিল ১৯০২ সালে, সেই ম্যাচে ইংল্যান্ড ২৬৩ রান তাড়া করে জিতেছিল। এরপর আর কোনো দলই ২৫০ রান পার করে জেতেনি।
এই টেস্টে জয় পেলে ইংল্যান্ড সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে এবং নিজেদের ঘরে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি তুলে ধরবে। অন্যদিকে ভারতকে সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে।
ভারতের বিশাল স্কোরের পেছনে বড় অবদান রেখেছেন যশস্বী জশওয়াল। দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন দুর্দান্ত ১১৮ রান।
দিন শুরু করেছিলেন ৫১ রান নিয়ে, পরে আকাশ দীপের সঙ্গে জুটি গড়ে যোগ করেন ১০৭ রান। দীপ খেলেন ৬৬ রানের ইনিংস। এরপর শুবমান গিল এসেই এলবিডব্লু হন মাত্র ১১ রানে। ফলে মাত্র ২০ রান দূরে থেকে হারান এক সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডের সুযোগ। ১৯৭১ সালে সুনীল গাভাস্কার করেছিলেন ৭৭৪ রান, গিল থামলেন ৭৫৪ রানে।
শেষদিকে ভারতের ইনিংস এগিয়ে নেন রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর।
বিডি প্রতিদিন/মুসা