মিঠাপুকুর উপজেলায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গতকাল উপজেলার ভাংনী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুছা মিয়ার বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতা ও তার দলবলের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা মুছা মিয়ার একটি সাইকেল হারিয়ে যায়। এর জেরে গতকাল সকাল ১০টার দিকে মুছা মিয়ার বাড়ির সামনে দিয়ে ভাংনী দক্ষিণপাড়া গ্রামের রায়হান মিয়া নিজ বাড়িতে যাওয়ার সময় মুসা মিয়া ও তার পরিবারের লোকজন তার পথরোধ করে। পরে কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারপিট করে।
মিঠাপুকুর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান জানান, ‘পুলিশ যাওয়ার আগেই ওই ছেলেকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার একটি ভিডিও ফুটেজ আমি পেয়েছি।’
মিঠাপুকুর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান জানান, ওই ছেলেকে ছেড়ে দিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ছেলেকে ছেড়ে দেওয়ার একটি ভিডিও ফুটেজ আমি পেয়েছি বলেই ফোন কেটে দেন।