ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার ত্বকের ক্যান্সার ধরা পড়েছে।
বুধবার চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবারের মেডিকেল পরীক্ষা অনুযায়ী, তার ত্বকে কারসিনোমা সেল পাওয়া গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, দুটি টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বলসোনারো ২০২২-২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।
ধারণা করা হচ্ছে, তিনি আপিল করবেন। বলসোনারোর ক্যান্সারকে ইন সিটু বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ অস্বাভাবিক কোষগুলো এখনও ছড়িয়ে পড়েনি।
ডিএফ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রোগ নির্ণয়ের জন্য ক্লিনিকাল পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমিক পূর্বমূল্যায়ন প্রয়োজন। মঙ্গলবার বমি ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন বলসোনারো। বুধবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। সাত বছর আগে নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাত হয়ে আহত হওয়ায় ডানপন্থী ওই রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয়।
বলসোনারোর বড় ছেলে সেন ফ্লাভিও বলসোনারো এক্সে বলেন, তার পিতা ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, “আমার পিতা এর আগেও অনেক যুদ্ধ লড়েছে এবং জয়ী হয়েছে। এটাও ভিন্ন নয়।” সূত্র: রয়টার্স, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ