আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। জেলার ২২৪টি পূজামন্ডপে আয়োজন করা হবে এ উৎসবের। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলাজুড়ে মোট ২২৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দরে ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৭টি এবং রূপগঞ্জে ৪৪টি মন্ডপ প্রস্তুত করা হচ্ছে।
প্রতিমা শিল্পীরা জানান, পূজা ঘনিয়ে আসায় তাদের কাজের চাপ বেড়েছে। দীপক আচার্য্য বলেন, পূর্বপুরুষদের পেশা হিসেবে আমরা প্রতিমা তৈরি করে আসছি। অর্ডার অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রতিমা সরবরাহ করতে হচ্ছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি জয় কে রায় চৌধুরী বলেন, পূজার কাজ নির্ধারিত সময়ে শেষ করতে কাজ চলছে। নিরাপত্তায় স্বেচ্ছাসেবক ও পুলিশের ভূমিকা থাকবে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনী মাঠে থাকবে। প্রায় সাড়ে ৮ শত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তিন ভাগে মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সব মন্ডপে পোশাকে ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কোনো নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক