আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি সংসদীয় আসনের খসড়া ভোটার ও ভোটকেন্দ্র তালিকা সম্পন্ন করা হয়েছে। চলছে পুলিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল কার্যক্রম। নতুন করে সীমানা পরিবর্তন না হওয়ায় এই জেলায় আগের সীমানায় ভোট অনুষ্ঠিত হবে। এজন্য জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। টানানো হয়েছে নতুন খসড়া ভোটার তালিকা। প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কোন ভোটকেন্দ্রের উপর আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে খসড়া ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ শেষ হবে। উক্ত তারিখের পরে এ সম্পর্কিত কোন আপত্তি গ্রহণ করা হবে না বলে জানানো হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৫ হাজার ৪৬৯জন ও মহিলা ভোটার ১৪ লাখ ২৫ হাজার ১০৯জন। আর তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ছিল ২৮ জন। স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৯৬৯টি। আর ভোটকক্ষের সংখ্যা ৬ হাজার ২২৩টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮টি। ২০২৫ সালে জেলায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৪৩০জন ও নারী ভোটার ১৪ লাখ ৮১ হাজার ১৭৬জন। আর তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৩৯ জন। গত এক বছরে জেলায় নারী-পুরুষ মিলে ভোটার বেড়েছে ১ লাখ ১১ হাজার ৪১জন। চলতি বছরে জেলায় স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৯৮১টি। গত বছরের চেয়ে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১২টি। এছাড়া এবছর জেলায় স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ৫৭৭টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৫হাজার ২৯৮টি ও অস্থায়ী ২৭৯টি। ৭টি সংসদীয় আসনে উপজেলা রয়েছে ১২টি, পৌরসভা ৭টি আর ইউনিয়নে রয়েছে ১০৯টি।
৭টি সংসদীয় আসনগুলো হলো-বগুড়া-১ (সারিয়াকান্দি-সেনাতলা)। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৬২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭১৫জন ও নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৭৪২ জন। আর তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৫টি। বগুড়া-২(শিবগঞ্জ)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৮০৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৩০৭জন ও নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪৯৩জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৩টি। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৫৬৫জন আর নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৯৭৩জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ২টি। বগুড়া-৪ (কাহালু-নন্দ্রীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৭১৪জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৫৫৭ ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ১৭৬জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৮টি। বগুড়া-৫ (শেরপুর-ধুনট)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৬৩জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৭৬ হাজার ৬০৯জন। আর নারী ভোটার রয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৪৮জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬টি। বগুড়া-৬ (সদর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ১৫২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩০১ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ২৮ হাজার ৮৪১জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ১০টি। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৮৮৪জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৬ হাজার ৩৭৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৬৫ হাজার ৫০৩জন। আর তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৫টি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি সংসদীয় আসনের খসড়া ভোটার ও ভোটকেন্দ্র তালিকা সম্পন্ন করা হয়েছে। জেলায় সীমানা পরিবর্তন হয়নি। পুলিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল কার্যক্রম চলমান রয়েছে। যে কোন সময় নির্বাচন অনুষ্ঠিত হলে জেলা নির্বাচন অফিস প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কোন ভোটকেন্দ্রের উপর আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্পরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে। উক্ত তারিখের পরে এ সম্পর্কিত কোন আপত্তি গ্রহণ করা হবে না।
বিডি প্রতিদিন/নাজমুল