তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিন পর জেলার মাঠে ফিরল প্রতিযোগিতামূলক ফুটবল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাতপাই আধুনিক স্টেডিয়ামে আয়োজিত খেলায় স্বাগতিক নেত্রকোনা জেলা দল ৪-১ গোলে টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করে।
বৃষ্টিভেজা বিকেলেও গ্যালারিতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। খেলার শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে নেত্রকোনা। ম্যাচের ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন রাসেল। পরে আরেকটি গোল করে ব্যক্তিগতভাবে দুই গোলের মালিক হন তিনি। পাশাপাশি বিজয় ও কামরুল একটি করে গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। টাঙ্গাইলের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের শেষদিকে।
এই জয়ের মাধ্যমে নেত্রকোনা জেলা দল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে, যা পর্যায়ক্রমে প্রতিটি জেলায় আয়োজন করা হবে।
এই আয়োজনকে ঘিরে ফুটবলারদের পাশাপাশি জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও আশাবাদী।
নেত্রকোনা জেলা দলের অধিনায়ক আব্দুল আওয়াল বলেন, ‘২০১৯ সালের পর এই প্রথম মাঠে খেলতে নামলাম। এতদিন কোনো টুর্নামেন্ট না থাকায় নতুন খেলোয়াড় উঠে আসেনি। যারা আগে খেলেছে, তারাই এখনো খেলছে। নিয়মিত লীগ হলে নতুন মুখ আসবে, দলও শক্তিশালী হবে।’
দলের গোলকিপার হাসিবুর রহমান জানান, ‘নতুন প্রজন্মকে খেলায় ধরে রাখতে হলে প্রতিবছর লীগ চালু রাখতে হবে। এতে করে ভবিষ্যতের জাতীয় দলে তারকা উঠে আসবে।’
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘খেলাধুলা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। তরুণরা যদি খেলাধুলার সঙ্গে থাকে, তাহলে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে এই চ্যাম্পিয়নশীপ নতুন খেলোয়াড় তৈরি করবে। সরকারের লক্ষ্য, আবারও ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা।’
বিডি প্রতিদিন/জামশেদ