জামালপুরের সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জামাল পাশা ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে এবং নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা। তাছাড়া ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজেকে অপহরণের নাটক সাজিয়ে তা ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে প্রচার করে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের তদন্তে জানা গেছে, তারা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল