রাঙামাটি জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মধ্যস্থতায় আটটি মামলা সমাধান করা হবে। এতে আদালতে মামলার জট কমবে এবং সরাসরি মামলা দায়েরের আগে আপস-মীমাংসার চেষ্টা করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১১ নম্বর কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান রাঙামাটি জেলা সিনিয়র সহকারী জজ মো. আমানত উল্লাহ শাহিন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।
আমানত উল্লাহ শাহিন বলেন, পারিবারিক আদালত আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, পিতামাতা ভরণপোষণ আইন, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ আটটি মামলায় বাদীপক্ষ সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবেন না। প্রথমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে হবে। সমঝোতা ব্যর্থ হলে চিফ লিগ্যাল এইড অফিসারের সনদের মাধ্যমে আদালতে মামলা করা যাবে।
বিডি প্রতিদিন/আশিক