নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান (জনি) হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত খুনিদের শনাক্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, ‘হত্যাকন্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।’ উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন ত্বাকওয়া টাওয়ারের লিফটের গর্ত থেকে জনির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।