বিএনপির বিক্ষোভ মিছিলে গুলি ও হত্যার ঘটনায় সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ওয়াহাব আলী মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পরে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম জানান, ‘২০১২ সালে ইলিয়াস আলীর সন্ধ্যান দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিতে বিএনপির তিন কর্মী মারা যান। ওই ঘটনায় ২০২৫ সালের ২২ জুন বিশ্বনাথ থানায় মামলা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান। সেই মামলায় আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’