ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের শিরোপা লড়াইয়ে জমজমাট এক ম্যাচ আশা করেছিল ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ৫ উইকেটে ১৯৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে সেই লক্ষ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ১৬.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা, আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান ডি ভিলিয়ার্সের। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা।
ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে জেপি ডুমিনি খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস, মাত্র ২৮ বলে। ওপেনার হাশিম আমলা করেন ১৪ বলে ১৮ রান। পাকিস্তানের বোলারদের একপ্রকার অসহায় করে তুলেছিলেন এই তিন প্রোটিয়া ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হয়ে শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। এছাড়া উমার আমিন ১৯ বলে ৩৬, আসিফ আলি ১৫ বলে ২৮, হাফিজ ১০ বলে ১৭ ও শোয়েব মালিক ২৫ বলে ২০ রান করেন। পাকিস্তান ইনিংসে রান এলেও তা ধরে রাখতে পারেনি বোলাররা।
বিডি প্রতিদিন/মুসা