কাশিমপুরের গজারি বন (শালবন) থেকে গতকাল শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি হাতিমারা এলাকায়। পুলিশ জানায়, বনের নির্জন স্থানে একজনের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।