মানিকগঞ্জের সিঙ্গাইরে প্লাস্টিকের বস্তা তৈরির একটি কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির মূল্যবান যন্ত্রপাতিসহ কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকালে উপজেলার ভাকুম এলাকায় নিলিমা ব্যাগ মিল লিমিটেড কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
সিঙ্গাইর ফায়ার সার্ভিস, কারখানা কর্তৃপক্ষ ও স্থাানীয় সূত্রে জানা গেছে, ‘সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাকুম এলাকায় নিলিমা ব্যাগ মিল লিমিটেড নামের ওই কারখানাটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা পৌনে ১১টার দিকে সিঙ্গাইর ফায়ার সার্ভিস এবং পরে মানিকগঞ্জ ও সাভারের হেমায়েতপুর চামড়াশিল্প ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। তারা সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে যায়। কারখানারটির শ্রমিক ফাহিম হোসেন বলেন, একটি আইপিএস (ইনভার্টার) থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
কারখানার মালিক আনিসুর রহমান বলেন, আগুনে তাঁর বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। সিঙ্গাইর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিবুর রহমান বলেন, ‘অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি। তদন্ত করে তা জানা যাবে।’