আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর থানাকে বিভক্ত করে সংসদীয় দুটি আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বন্দর কদম রসুল কমিউনিটি সেন্টারে আমরা বন্দরবাসীর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, গোলাম সারোয়ার সাঈদ, আবুল কাউসার আশা, মঞ্জুরুল আলম, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।