পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারা বাগানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বাগানের প্রাকৃতিক পরিবেশ ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে উচ্চ শব্দে বাজানো লাউড স্পিকারের কারণে শুক্রবার এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।