কুতুবদিয়ার সমুদ্রসৈকতে ভেসে এলো সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৪০) লাশ। গতকাল ভোরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নাজিরপাড়ার সাগরের তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে মোনাফের ভাই লাশটি শনাক্ত করেন। মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানির ছড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আবদুল মোনাফসহ সাত জেলে সাগরে মাছ শিকারে যান। বৈরী আবহাওয়ায় তাদের ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে পাঁচ জেলেকে অন্য ট্রলারের লোকজন উদ্ধার করলেও মোনাফসহ দুজন নিখোঁজ ছিলেন। পরে গতকাল ভোরে কুতুবদিয়ায় নাজিরপাড়ায় মোনাফের লাশ ভেসে আসে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে সাগরের তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।