বগুড়ার কাহালুর দুর্গাপুর বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ-পথসভা করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
উপজেলার দূর্গাপুর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
মোশারফ হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশকে ধ্বংস করেছে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাট করেছে। সারাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা যেন আর কোনো দিন এই দেশে ফিরতে পারবে না। তবে দেশ আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে দেশের মানুষকে স্বস্তি দিতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া অতীব জরুরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে বিএনপি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে। নির্বাচনটি আমরা চাই। দেশের মানুষও চায়। আমাদের একটি সংসদ দরকার, যেখানে জনগণের কথা বলা যাবে।
লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক শফিক তালুকদার, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জল, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর কৃষক দলের সভাপতি কুতুব শাহাব উদ্দিন বাবু, যুবদল নেতা ইসরাফিল, আব্দুল করিম, সাব্বির আহম্মেদ, জামিল, আল আমিন, সুলতান, সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত