চট্রগ্রামের জেলার মিরসরাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সুরক্ষাবাঁধসহ ২ হাজার ৮০৫ কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৯৩২ কোটি ২৮ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৭২ কোটি ৭২ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল–ইসলাম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।
সভায় বিআরটিসির জন্য বাস ও ট্রাক কেনার দুটি প্রকল্প অনুমোদন পায়। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, বিআরটিসির যেসব বাস ও ট্রাক নষ্ট হয়ে গেছে, সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য একটি কমিটি গঠন করার কথাও বলেন তিনি। আর বাংলাদেশ ডাক বিভাগের জন্য কাভার্ড ভ্যান হিসেবে কয়েকটি ট্রাক আমদানি করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে ১ হাজার ১৬২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মিরসরাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ, সড়ক কাম বেড়ি বাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন প্রকল্প। জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নাসিং কলেজ স্থাপন, জামালপুর প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭১৬ কোটি ৬১ লাখ টাকা। পিবিআই এর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত সহায়ক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, এটি বযাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৪০ লাখ টাকা। বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও নন-এসি বাস সংগ্রহ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৮০ কোটি ৮৭ লাখ টাকা। বিআরটির জন্য ট্রাক সংগ্রহ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৫ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৬/মাহবুব