সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪২ ও ২২৩ (১) (ঘ) ধারা দু’টি সাংঘর্ষিক কীনা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। ১৪২ বিধি অনুযায়ী বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আনুষঙ্গিক বিষয় আলোচনার জন্য সময়সীমা বেধে দেওয়ার বিষয়ে সুপারিশ করার কথা এ সংক্রান্ত সংসদীয় কমিটির। কিন্তু জাতীয় সংসদে এ বিষয়ে স্পিকারই সময় নির্ধারণ করে দেন। কার্যপ্রণালী-বিধির ২২৩ (১) (ঘ) ধারায় স্পিকারকে ক্ষমতা দেওয়া আছে। এই রেওয়াজই সংসদে প্রচলিত। তাই বিষয়টি পারস্পারিক সংঘাতপূর্ণ কীনা আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবের বিষয়ে ভারত ও যুক্তরাজ্যে কি অবস্থায় সিদ্ধান্ত প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়, এই সংক্রান্ত কমিটি কিভাবে কার্যক্রম পরিচালনা করে সে বিষয়টিও উল্লেখ করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে একটি প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুল মতিন খসরু, সেলিম আলতাফ জর্জ এবং রওশন আরা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম